নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মহেশ্বরদী এলাকায় পূর্ব শক্রতার জের ধরে সামিউল হাছান আবদুল্লাহ নামের ৮ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে একই এলাকার পাপ্পু মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। এবিষয়ে গত শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা মিজান মিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামের মিজান মিয়ার সাথে একই এলাকার পাপ্পু মিয়ার দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য চলে আসছিলো। এর জের ধরে গত শনিবার মিজান মিয়ার শিশু পুত্র সামিউল হাছান আবদুল্লাহ ( ৮) বাড়ির পাশে রাস্তায় খেলাধুলা করতে গেলে পূর্ব শক্রতার জের ধরে বিবাদী পাপ্পু মিয়া ও তার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জন সহযোগী আবদুল্লাহকে পিটিয়ে আহত করে জোরপূর্বক অপহরণ করে অন্য এক নির্জন স্থানে নেয়ার চেষ্টা করে।
এসময় আবদুল্লাহর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত সামিউল হাছান আবদুল্লাহকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশপাশের লোকজন ও শিশুপুত্র আবদুল্লাহর কাছ থেকে বিস্তারিত শুনে তার বাবা মিজান মিয়া সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বাদী মিজান মিয়া বলেন, পূর্ব শক্রতার জের হিসেবে আমার শিশু পুত্র সামিউল হাছান আবদুল্লাহকে অপহরণ করে হত্যা করার জন্যই এ কাজ করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি ন্যায় বিচার চাই। অপরদিকে অভিযুক্ত পাপ্পু মিয়া মুঠোফোনে বলেন, মিজানদের সাথে আমাদের পূর্ব শক্রতা আছে একথা সত্যি, কিন্তু আমরা অপহরণ করিনি।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ বলেন, শিশু সামিউল হাছান আবদুল্লাহ নামের এক বাচ্চাকে অপহরণের চেষ্টা ঘঠনায় একটি লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ